দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :

  ২৩ সেপ্টেম্বর, ২০২২

দামুড়হুদায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

ছবি : প্রতিদিনের সংবাদ

চুয়াডাঙ্গায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার এ্যাপোলো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ওই গৃহবধূ একসঙ্গে পাঁচটি অপুষ্ট সন্তান প্রসব করে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের ঝন্টু মিয়ার স্ত্রীর প্রসব বেদনা উঠে। পরে বৃহস্পতিবার রাতে তাক স্থানীয় এ্যাপলো ক্লিনিকে ভর্তি করা হয়। এর কিছু সময় পরেই নরমাল ডেলিভারিতে পাঁচটি অপুষ্ট সন্তান প্রসব করে ওই গৃহবধূ। পাঁচটি সন্তানই মৃত। এর মধ্যে একটি মেয়ে ও দুটি ছেলে সন্তান। এ ছাড়া দুটি সন্তান জোড়ালাগা থাকায় তাদের লিঙ্গ সনাক্ত করা যায়নি। তবে প্রসুতি মা বর্তমানে ওই ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ রয়েছে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ। তিনি জানান, এক সঙ্গে পাঁচটি দুর্বল শুক্রাণুর মাধ্যমে ওই বাচ্চাগুলোর গঠন হয়। দুর্বল শুক্রাণুর জন্য বাচ্চাগুলো অপরিপুষ্ট অবস্থায় জন্মগ্রহণ করে। বাচ্চাগুলোর শারীরিক গঠন ঠিক না হওয়ায় মৃত্যু হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দামুড়হুদা,৫ সন্তানের জন্ম,গৃহবধূ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close