reporterঅনলাইন ডেস্ক
  ১৩ আগস্ট, ২০২২

দাবি না মানলে মহাসড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

দৈনিক মজুরি বৃদ্ধির দাবি না মানলে হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে চা শ্রমিক ইউনিয়ন। দাবি মানার জন্য দুই দিন সময় বেঁধে দিয়ে চা শ্রমিক আন্দোলনের নেতারা বলেছেন, দৈনিক মজুরি ৩০০ টাকার ঘোষণা না দিলে মঙ্গলবার (১৬ আগস্ট) থেকে আবারও অনির্দষ্টকালের ধর্মঘটে যাবে ৭৩টি ফাঁড়ি বাগানসহ দেশের ২৪০টি চা বাগানের শ্রমিকেরা।

শনিবার (১৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।

তিনি বলেন, ‘ধর্মঘট ও সমাবেশের পর বিকালে শ্রমিকেরা ফিরে গেছেন নিজ নিজ বাগানে। আমাদের আন্দোলন চলবে। রবিবার ও সোমবার ছুটির দিন হওয়ায় শ্রমিকেরা নিজ নিজ বাগানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তবে ৪৮ ঘণ্টার মধ্যে যদি দাবি মানা না হয় তবে মঙ্গলবার আমরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করবো।’

বালিশিরী ভ্যালির চা শ্রমিক ইউনিয়নের সভাপতি সুভাষ দাশ। তিনি বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে আমাদের দাবি মানতে হবে। অন্যথায় আমরা মঙ্গলবার থেকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করবো। সেই পর্যন্ত আমাদের কাজ বন্ধ থাকবে। কোনো শ্রমিক কাজে যোগ দেবেন না। বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন চলবে।’

দীর্ঘদিন ধরে দৈনিক ১২০ টাকা মজুরিতে কাজ করছেন জেলার ৪১টি চা বাগানের শ্রমিকেরা। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এ টাকা অত্যন্ত অপ্রতুল। তাই মজুরি ৩০০ টাকা করার দাবিতে ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত তারা দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। কিন্তু এতে কোনো সমাধান না হওয়ায় শনিবার (১৩ আগস্ট) থেকে টানা ধর্মঘটের ডাক দেন তারা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দাবি,মহাসড়ক,অবরোধ,চা শ্রমিক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close