নওগাঁ প্রতিনিধি

  ০৪ আগস্ট, ২০২২

অনুমোদন ছাড়াই শিশু খাদ্য তৈরি, জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ

নওগাঁয় অবৈধভাবে শিশু খাদ্য তৈরির দায়ে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ওই প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (৪ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে নওগাঁ সদর উপজেলায় রজাকপুর এলাকায় অভিযান পরিচালনা করে সতেজ ফুড প্রোডাক্ট নামের প্রতিষ্টানকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক শামসুল হক ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

শামীম হোসেন বলেন, দুপুরে নওগাঁ সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাজার তদারকি করা হয়। বাজার তদারকির সময় গোপন সূত্রে জানা গেছে সতেজ ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্টানে অবৈধভাবে লাইসেন্সবিহীন আইস বার নামে শিশু খাদ্য তৈরি করা হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এছাড়াও প্যাকেটের গায়ে কেরানীগঞ্জ ঢাকা নামক মিথ্যা বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। সত্যতা পাওয়ায় ওই প্রতিষ্ঠানের মালিক গোলাম কিবরিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অনুমোদন ছাড়াই,শিশু খাদ্য তৈরি,,জরিমানা,নওগাঁ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close