মানিকগঞ্জ প্রতিনিধি

  ০২ জুলাই, ২০২২

কৃষকের ঘর থেকে ৫০টি গোখরা সাপ উদ্ধার!

ছবি : প্রতিদিনের সংবাদ।

মানিকগঞ্জের সাটুরিয়ায় কৃষকের বসত ঘরের ভেতর থেকে একটি গোখরা সাপসহ ৫০টি বাচ্চা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে সাটুরিয়া সদর ইউনিয়নের শেখরীনগর এলাকার কৃষক আব্দুল খালেক মিয়ার বসত ঘর থেকে মাটি খুঁড়ে সাপসহ সাপের বাচ্চা উদ্ধার করা হয়। উদ্ধারের পর সাপসহ বাচ্চাগুলো মেরে ফেলেছে স্থানীয়রা।

সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু জানান, দুপুরে বসত ঘরের ভেতর থেকে একটি গোখরা সাপের বাচ্চা বের হয় এবং কৃষক আব্দুল খালেকের স্ত্রী সাপের বাচ্চাটিকে দেখতে পায়। এরপর বিষয়টি প্রতিবেশিদের জানায় এবং প্রতিবেশিদের উপস্থিতিতে আরও বেশ কয়েকটি সাপের বাচ্চা ঘরের ভেতরের ইঁদুরের গর্ত থেকে বের হতে থাকে। এরপর বাচ্চা সাপগুলোকে মেরে ফেলে এবং ঘরের ভেতরের মাটি খুঁড়ে ইদুরের গর্তের ভেতর একটি বড় গোখরা সাপসহ প্রায় ৫০টি বাচ্চা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘরের ভেতর সাপের বাচ্চা ও সাপ বের হওয়ার পর স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং তাদের সাবধানে ও সর্তক থাকতে বলা হয়েছে। কারণ এখন বর্ষা মাস, মাঠঘাটে পানিতে ভরে গেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানিকগঞ্জ,কৃষক,ঘর,গোখরা সাপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close