গাজী শাহাদত হোসেন ফিরোজী, সিরাজগঞ্জ

  ২০ জুন, ২০২২

যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, বানভাসিদের দুর্ভোগ

ছবি : প্রতিদিনের সংবাদ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়ছে। এ ধারা অব্যাহত থাকায় শনিবার (১৮ জুন) সিরাজগঞ্জ পৌর এলাকার পুঠিয়াবাড়ি, চরমালশাপাড় কালিয়াহরিপুর ইউনিয়নের চররামগাঁতী, পাইকপাড়া, মোড়গ্রাম, সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর, পূর্ব বাঐতারাসহ বাঁধের ভেতরে থাকা বিভিন্ন এলাকার বাড়িঘরে বন্যার পানি ঢুকে পড়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

গত ২৪ ঘণ্টায় ১১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।

এছাড়া জেলার অভ্যন্তরীণ করোতোয়া, ফুলজোড়, ইছামতি, বড়ালসহ বিভিন্ন নদ-নদী ও খালবিলের পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে সয়দাবাদ ইউনিয়নের বাঁধ ভেতরে থাকা তাঁত কারখানাগুলোতে পানি উঠায় কারখানা বন্ধ হয়ে গেছে। ফলে শ্রমিকরা সাহায্যের অভাবে মানবেতর জীবনযাপন করছেন বলে জানান তাঁত শ্রমিক মোকতেল হোসেন। একই এলাকার তাঁত মালিক আব্দুল মান্নন জানান, ৪ দিন ধরে তাঁত ঘরে পানি উঠায় কারখানা বন্ধ রয়েছে।

অপরদিকে, ছাতিয়ানতলী গ্রামের আব্দুল হাকিম জানান, তিনদিন হলো বাড়িতে পানি উঠায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে আছি। এখনও কোনো সহায়তা পাইনি। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে।

যমুনা নদীর পানি বাড়ায় সিরাজগঞ্জের কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে নিম্নাঞ্চল ডুবে গেছে। এতে তিল, কাউন, বাদাম, পাট ও সবজিসহ বিভিন্ন ফসল ডুবে গেছে।

এ বিষয়ে জেলা ত্রাণ কর্মকর্তা আকতারুজ্জামান জানান, বন্যাদুর্গতদের মাঝে বিতরণের জন্য ইতোমধ্যেই ৯১১ মেট্রিক টন চাল, নগদ ২২ লাখ টাকা এবং ৪ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে সোমবার সিরাজগঞ্জ সদর, কাজিপুর, রেলকুচি, চৌহালিও শাহজাদপুর উপজেলায় বানভাসি মানুষের মাঝে বিতরণের জন্য ১৪০ মেট্রিক টন চাল পাঠানো হয়েছে। তাছাড়ও চৌহালি উপজেলারয় তিন হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণের জন্য পাঠানো হয়েছে। অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণের জন্য বন্যায় স্ব স্ব এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছ ক্ষতিগ্রস্তদের তালিকা চাওয়া হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,বন্যা,পানি বৃদ্ধি,অভ্যন্তরীণ নদ-নদী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close