শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

  ১৯ জুন, ২০২২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার

ছবি : প্রতিদিনের সংবাদ

বাগেরহাটের শরণখোলায় ১২ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

রবিবার (১৯ জুন) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন-সংলগ্ন শরণখোলা গ্রামের মোদাচ্ছের হাওলাদারের বাড়ির কাছ থেকে অজগরটি উদ্ধার করে শরণখোলা স্টেশন অফিস-সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলেটেটর মো. আলম জানান, সুন্দরবন-সংলগ্ন শরণখোলা গ্রামের মোদাচ্ছেরের বাড়ির পাশের কৃষিজমির সীমানার জালের সাথে অজগরটি আটকে থাকার সংবাদ পেয়ে ওয়াইল্ড টিম ও বনবিভাগের সহায়তায় উদ্ধার করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, খাবারের সন্ধানে বন-সংলগ্ন লোকালয়ে ঢুকে পড়া একটি অজগর উদ্ধার করে স্টেশন অফিস-সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শরণখোলা,সাপ উদ্ধার,অজগর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close