টাঙ্গাইল প্রতিনিধি

  ১৩ মে, ২০২২

টাঙ্গাইলে মলম পার্টি চক্রের ৩ সদস্য আটক 

ছবি : প্রতিদিনের সংবাদ

টাঙ্গাইলে মলম পার্টি চক্রের সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল পৌর শহরের নতুন বাস টার্মিনালের নিরালা সুপার বাস সার্ভিস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের আব্দুর রাজ্জাক (৫০), নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের ছানোয়ার হোসেন (৫৩) ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়ানির চর উত্তর পশ্চিম এলাকার মাসুদুল হক ওরফে আপেল (৪৫)।

এসময় তাদের কাছ থেকে ৭ হাজার টাকা, ৫টি স্মার্টফোন, ৫টি সিম কার্ড ও ২টি বিস্কুটের প্যাকেট জব্দ করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তারা দীর্ঘদিন ধরে গণপরিবহনে অসহায় যাত্রীদের কৌশলে চেতনানাশক ওষুধ বিস্কুটে মিশিয়ে তা খাইয়ে সর্বস্ব লুট করে আসছিলো। সকালে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই তিন সদস্যকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মলম পার্টি চক্র,টাঙ্গাইল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close