reporterঅনলাইন ডেস্ক
  ১২ মে, ২০২২

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্বশুর-জামাইয়ের মৃত্যু

প্রতীকী ছবি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শশুর ছায়েদ মিয়া (৬৩) ও জামাই সাজু মিয়ার (৪০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) দুপুর ৩টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি কালিকাপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছায়েদ মিয়ার বাড়ির বারান্দায় শ্যালো চালিত ধান মাড়াই মেশিন রাখা ছিল। দুপুরে সেটি শ্বশুর জামাই মিলে সরাতে গিয়ে বিদ্যুতের তার ছিড়ে তারা বিদ্যুৎ স্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গোবিন্দগঞ্জ,বিদ্যুৎস্পৃষ্ট,শ্বশুর,জামাই
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close