reporterঅনলাইন ডেস্ক
  ০৬ মে, ২০২৪

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড

আগামী ২ জুন থেকে শুরু হচ্ছে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির জমজমাট এই টুর্নামেন্টের পর চলতি বছরই আয়োজিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

১০ দল নিয়ে অক্টোবরে পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে বিশ্বকাপের জন্য আট দল চূড়ান্তই ছিল। বাকি দুটি জায়গার জন্য সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে শুরু হয় বাছাইপর্বের খেলা।

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। একই সঙ্গে শেষ দুদল হিসেবে মেয়েদের আসন্ন কুড়ি ওভারের বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা।

যেখানে গ্রুপপর্বের বাধা অতিক্রম করে শেষ চারে উঠেছিল শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও আরব আমিরাত। প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডকে আট উইকেটে পরাজিত করে ফাইনালে পৌঁছে যায় স্কটল্যান্ড। অন্য সেমিফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ১৫ রানের জয় তুলে নেয় লঙ্কানরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড,টি-টোয়েন্টি বিশ্বকাপ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close