ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২৬ এপ্রিল, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রলিতে ধানের আঁটি তোলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে নায়েব উল্লাহ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ৩টায় উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর ও আশুরাইল গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে আশুরাইল বিলের জমি থেকে কৃষকরা ধান কেটে নৌকায় করে স্থানীয় ঘাটে নিয়ে আসেন। পরে ঘাট থেকে ধান ট্রাক্টরে তোলার সময় চালক জুনায়েদ ও কৃষক জালালের মধ্যে তর্কাতর্কি হয়। কৃষক চাইছিলেন আরও বেশি ধান ট্রাক্টরে তুলতে। কিন্তু চালক অতিরিক্ত বোঝাই করতে রাজি হননি। এ নিয়ে দুই জনের পক্ষ নিয়ে শ্রীঘর ও আশুরাইল গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদেরকে হাসপাতালে নেওয়া হলে সেখানে নায়েব উল্লার মৃত্যু হয়।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান জানান, পুলিশ সংঘর্ষ থামানোর পর হাসপাতাল থেকে খবর আসে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্রাহ্মণবাড়িয়া,ধান,কৃষক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close