উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০২২

টিকা নিতে আসা শিক্ষার্থীকে মারলেন শিক্ষা অফিসার

কুড়িগ্রামের উলিপুরে এক শিক্ষার্থী করোনার টিকা নিতে এসে শিক্ষা অফিসার কর্তৃক শারীরিক মানসিক নির্যাতনের স্বীকার এমন অভিযোগ উঠেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ মো. তারিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

ঘটনায় নির্যাতিত ওই শিক্ষার্থীর ভিভাবক মো. শফিকুল ইসলাম সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত ভিযোগ দায়ের রেছেন। ঘটনাটি জানাজানি লে ভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি য়েছে।

অভিযোগ ভূক্তভোগীর স্বজন সূত্রে জানা গেছে, গত শনিবার (১৫ জানুয়ারি) ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ বীর উত্তম মাহবুব সেনানিবাস ৮ম শ্রেণির ছাত্র সাদমান সাকিব রুদ্র করোনার টিকা নেওয়ার জন্য জেলা পরিষদ ডাকবাংলো উলিপুরে লাইনে দাঁড়ালে ওই শিক্ষা অফিসার তার পরিচয় জানতে চান। রুদ্র পারবর্তীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচয় দিলে তাকে লাইন থেকে টেনে নিয়ে, ফাইল পত্র কেড়ে নিয়ে টেনে ডাকবাংলো থেকে উলিপুর সরকারি কলেজে নেওয়ার পথে ওই শিক্ষার্থী বার বার অনুরোধ করেন ওই অফিসারকে স্যার আমাকে আমার কাগজ পত্র দিয়েদেন আমি টিকা নিবো না বাড়ি ফিরে যাবো। তখন শিক্ষা অফিসার কলেজে নিয়ে রিমান্ডে নিবে পুলিশে দিবে এমন ভয়ভীতি দেখিয়ে বলে অন্য স্কুলে পড়ে এখানে কেন টিকা নিতে এসেছিস। অনেক কাকুতি-মিনতি করেও ছাড় পায়নি রুদ্র । পরে সরকারি কলেজে স্বাস্থ্য কর্মীদের হাতে তুলে দিলে ওই শিক্ষার্থীকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে শিক্ষা অফিসারসহ সকলে শারীরিক মানসিকভাবে লাঞ্চিত করেন। খবর পেয়ে স্বজনরা সন্তানকে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এমন ঘটনায় ওই শিক্ষার্থী এখন পর্যন্ত মানসিকভাবে ভীতিগ্রস্ত হয়ে পড়ে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক ওই শিক্ষার্থীর উপর শারীরিক মানসিক নির্যাতনের জন্য উপযুক্ত বিচার দাবি করেন ভুক্তভোগীর স্বজনেরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা ফিসার শাহ্ মো. তারিকুল ইসলাম তার বিরুদ্ধে নিত ভিযোগ মিথ্যা ভিত্তিহীন লে দাবি রেন।তিনি লেন, মি তাকে শুধু হাত রে বের রে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দিয়েছি।

কুড়িগ্রাম জেলা শিক্ষা ফিসার মো. শামছুল আলম লেন, শিক্ষা ফিসার শুধু আমার কাছে জানতে চেয়েছেন অন্য (বাহিরের) প্রতিষ্ঠানের শিক্ষার্থী এখানে টিকা নিতে পারবেন কিনা? ‌যেহেতু বাহিরের কোন শিক্ষার্থীকে টিকা দেওয়ার কোন নির্দেশনা নেই, সেক্ষেত্রে তারা টিকা পারবেন না। বে কারো সাথে খারাপ আচরণ করা মোটেও কাম্য নয়। টিকা নিতে আসা শিক্ষার্থীকে মারধরের বিষয়টি আমার জানা নেই।

উপজেলা নির্বাহী ফিসার বিপুল কুমার ভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত রে লেন, এ ব্যাপারে তদন্ত রে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া বে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষা অফিসার,টিকা,করোনাভাইরাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close