ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ১০ জানুয়ারি, ২০২২

পেইড পিয়ার ভলান্টিয়ারদের চাকরি স্থায়ীকরণের দাবি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবায় নিয়োজিত পেইড পিয়ার ভলান্টিয়ার পদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে পেইড পিয়ার ভলান্টিয়ার কমিটির ধর্মপাশা উপজেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন, পেইড পিয়ার ভলান্টিয়ার কমিটির ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি আফরোজা চৌধুরী, সহ-সভাপতি পাপিয়া সুলতানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুবিনা আক্তার, নির্বাহী সদস্য সোহাগ ছাবেরী প্রমুখ। মানববন্ধন শেষে ওই কমিটির সভাপতি আফরোজা চৌধুরী ও সাধারণ সম্পাদক মোছাঃ মুর্শিদা বেগম স্বাক্ষরিত একটি স্মারকলিপি ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়েছে।

বক্তারা বলেন, আমরা এই পদে যোগদানের পর থেকে নিয়মিতভাবে লক্ষ মাত্রা অর্জন করে আসছি। গত পাঁচ বছর যাবৎ আমরা সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করে আসছি। আমরা জেলা প্রাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাকরি স্থায়ীকরণ করার দাবি জানাচ্ছি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধর্মপাশা,সুনামগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close