শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

  ০৬ জানুয়ারি, ২০২২

শ্রীমঙ্গল ইউপি নির্বাচনে আ’লীগ ৬, বিদ্রোহী ১ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলায় ৯ ইউনিয়নে আওয়ামী লীগ ৬টি, আওয়ামী লীগ বিদ্রোহী একটি ও স্বতন্ত্র প্রার্থী দুইটিতে বিজয়ী হয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) শান্তিপূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মিছলু আহমেদ চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে তিনি ৫ হাজার ৭শ ৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী অপূর্ব চন্দ্র দেব নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৬শ ১৬ ভোট।

২নং ভূনবীর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আব্দুর রশিদ তালুকদার ৮ হাজার ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী বিএনপির স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইদ্রিছ আলী (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৬ হাজার ১শ ১৪ ভোট।

৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র মো. দুধু মিয়া (ঘোড়া প্রতীক) ১০ হাজার ৯শ ৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী (নৌকা প্রতীক) নিয়ে মো. আবু তালেব বাদশা ৮ হাজার ১শ ৩১ ভোট পেয়েছেন।

৪নং সিন্দুরখাঁন ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আরাফাত রবিন (ঘোড়া প্রতীক) ৭ হাজার ৭শ ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী আব্দুল্লাহ আল হেলাল (নৌকা প্রতীক) এর প্রাপ্ত ভোট ৭ হাজার ১শ ৪৯।

৫নং কালাপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে এম এ মতলিব ৬ হাজার ১শ ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী মোহাম্মদ ফজলুর রহমান ফজলু (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৫১ ভোট ।

৬নং আশিদ্রোন ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে রনেন্দ্র প্রসাদ বর্ধন ১০ হাজার ৪শ ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী মো. তাজ উদ্দীন (আনারস প্রতীক) পেয়েছেন ৭ হাজার ২শ ২৬ ভোট।

৭নং রাজঘাট ইউনিয়নে বিজয় বোনার্জি ১১ হাজার ২শ ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী ধীমান চন্দ্র বসাক (আনারস প্রতীক) পেয়েছেন ১ হাজার ৬শ ৮৩ ভোট।

৮নং কালীঘাট ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে প্রানেশ গোয়ালা ৬ হাজার ৯শ ৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী প্রার্থী বিজয় হাজরা (আনারস প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৮শ ৭১ ভোট।

৯নং সাতগাঁও ইউনিয়নে নৌকা প্রতীক দেবাশীষ দেব রাখু ৪ হাজার ১শ ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ধন্দ্বী মিলন শীল (আনারস প্রতীক) পেয়েছেন ২হাজার ৭শ ৮২ ভোট।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বতন্ত্র প্রার্থী,শ্রীমঙ্গল,ইউপি নির্বাচন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close