কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ০৪ জানুয়ারি, ২০২২

ইউনিয়ন পরিষদ নির্বাচন

সাধারণ ছুটি না থাকায় বিপাকে চা শ্রমিকরা

৫ম ধাপে বুধবার (৫ জানুয়ারি) কমলগঞ্জের ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হলেও এবার থাকছে না সাধারণ ছুটি। ফলে চা বাগানের চা শ্রমিক ভোটাররা পড়েছেন চরম বিপাকে।

কমলগঞ্জের ২২টি চা বাগানের প্রায় ৪০ হাজার ভোটার রয়েছেন। বুধবার চা শ্রমিকরা নিজেদের নির্ধারিত ছুটি থেকে ভোটের দিন ছুটি নিতে পারবেন বলে চা বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানান।

পঞ্চম ধাপে সারাদেশের মত কমলগঞ্জ শ্রীমঙ্গল উপজেলার মোট ১৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২২ট চা বাগানের প্রায় ৪০ হাজার ভোটার ভোট প্রদান করবে। তবে এবারই প্রথম ভোটের দিন ছুটি থাকছে না। ফলে এদিন সকল সরকারি, বেসরকারি অফিসের মত চা বাগানগুলো খোলা থাকবে। এমতাবস্থায় চা শ্রমিক ভোটারদের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে বলে চা শ্রমকি নেতৃবৃন্দরা জানান।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালির (আঞ্চলিক) কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক নির্মলদাশ পাইনকা বলেন, ‘ অবস্থায় চা শ্রমিক ভোটাররা চিন্তায় পড়ে গেছেন। তারা যদি আর্নলিভ নেন তা হলে পরে সাপ্তাহিক ছুটির দিন কাজ করতে হবে। এটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী বলেন, ‘কমলগঞ্জে ২২টি চা বাগানে ৩৫ থেকে ৪০ হাজার ভোটার রয়েছে। সাধারণ ছুটি না হলে সব চা শ্রমিক নিজেদের নির্ধারিত ছুটি থেকে একদিনের ছুটি নিয়ে ভোট দিবে কিনা তা নিয়ে তারা চিন্তিত। তারা আর্নলিভ নিলে আবার পরে কাজ করে তা পুষিয়ে দিতে হবে। এতে কিছুটা হলেও এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব ফেলতে পারে।

বিদেশি কোম্পানি ডানকান বাদ্রার্সের মালিকানাধীন আলীনগর চা বাগান ব্যবস্থাপক হাবিব আহমেদ চৌধুরী বলেন, সরকার যেহেতু সাধারণ ছুটি ঘোষণা করেনি তাই ভোটের দিন চা শ্রমিকরা একদিনের আর্নলিভ নিয়ে ভোট দিতে পারবে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ ছুটি নেই। এদিন ব্যাংকসহ সকল অফিস খোলা থাকবে। যারা ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন তারা ব্যতীত বাকি কর্মচারীরা অফিস করবেন। অবস্থায় চা বাগানেও সাধারণ ছুটি নেই। চা বাগানে তারা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ভোটের ছুটি নিতে হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চা শ্রমিক,সাধারণ ছুটি,ইউনিয়ন পরিষদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close