reporterঅনলাইন ডেস্ক
  ২২ নভেম্বর, ২০২১

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকার নিউলাইন কারখানার শ্রমিকরা এ ঘটনায় ঘটায়।

শ্রমিক, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকের তেলিরচালা এলাকার নিউলাইন গার্মেন্টের শ্রমিকরা গত ২ মাসের বকেয়া বেতনের দাবি জানিয়ে আসছে কারখানা কর্তৃপক্ষকে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ দেই দিচ্ছি বলে আর দেয় না। সোমবার (২২ নভেম্বর) শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

এ সময় শ্রমিকরা মহাসড়কের ওপর টায়ারে আগুন ধরিয়ে দেয়। শ্রমিকদের অবরোধের ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় সড়কের আশপাশের দোকানপাট।

খবর পেয়ে শিল্প পুলিশ, মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে পরিস্থিতি শান্ত করে।

কারখানার শ্রমিকদের অভিযোগ কর্তৃপক্ষ বকেয়া বেতন দেওয়ার কথা বলেও তা দিচ্ছে না। শুধু তারিখ দেয়। কিন্তু বেতন দেয় না। এছাড়া কারখানার কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়কে নেমে আসে। খবর পেয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,মহাসড়ক অবরোধ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close