তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৯ নভেম্বর, ২০২১

তাড়াশ উপজেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

করোনা মহামারি ও সাংগঠনিক জটিলতার কারণে দীর্ঘ ৯মাস পর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সভায় এ অনুমোদন দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ওই কমিটির অনুমোদন করা হয়।

জেলা আওয়ামী লীগের সূত্র মতে, ২০২১ সালে ১৪ ফেব্রুয়ারি দীর্ঘ আট বছর পর তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ম.ম. আমজাদ হোসেন মিলন সভাপতি ও সঞ্জিত কর্মকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর পরপরই মুক্তিযোদ্ধা ম.ম. আমজাদ হোসেন মিলন মারা গেলে সাংগঠনিক শূণ্যতা দেখা দেয়।

এর পরই করোনা মহামারি শুরু হলে থমকে যায় সাংগঠনিক কার্যক্রম। সেই থেকে দীর্ঘ ৯ মাসেও উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া সম্ভব হয়নি।

বৃহস্পতিবার অনুমোদনপত্রে স্বাক্ষর করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তাড়াশ,সিরাজগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close