ময়মনসিংহ প্রতিনিধি

  ০৫ অক্টোবর, ২০২১

সফল উদ্যোক্তা হতে কঠোর পরিশ্রমী হওয়ার পরামর্শ মেয়র টিটুর

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, সফল উদ্যোক্তা হওয়ার প্রথম শর্তই হচ্ছে ব্যবসায়িক প্রতিশ্রুতি রক্ষা করা। গ্রাহকের আস্থা ও বিশ্বাসে যেন কখনো ঘাটতি না হয়। প্রতিষ্ঠান ও নিজের সুনাম ধরে রাখার পাশাপাশি সফল উদ্যোক্তা হতে সততা, কঠোর পরিশ্রম, কাজের প্রতি নিবেদন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সোমবার রাতে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় ই-কমার্স উদ্যোক্তা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মসিক মেয়র এসব কথা বলেন।

ইয়্যুথ এন্টারপ্রিনিয়ার সোসাইটি ও সিটি ল্যাব এ উদ্যোক্তা সমাবেশের আয়োজন করে। সমাবেশে দুই শতাধিক উদ্যোক্তা অংশ নেন।

ইয়্যুথ এন্টারপ্রিনিয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা এম এ ওয়ারেছ বাবুর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন- সোসাইটির সভাপতি মমতাজ বেগম সোমা, মসিকের কাউন্সিলর সেলিনা আক্তার, কাউসার-ই-জান্নাত, উই এর ময়মনসিংহ প্রতিনিধি তানিয়া সুলতানা প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মেয়র টিটুর,কঠোর পরিশ্রমী,সফল উদ্যোক্তা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close