কচুয়া প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর, ২০২১

উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির স্বপদে বহাল

চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাময়িক বরখাস্ত চেয়ারম্যান ও ঢাবির সাবেক ছাত্রনেতা মো. শাহজাহান শিশির স্বপদে বহাল।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

শাহজাহান শিশিরের আইনজীবী ব্যারিস্টার এমকে রহমান জানান, রায়ের ফলে শাহজাহান শিশির উপজেলা চেয়রম্যান হিসেবে কার্যক্রম পরিচালনা করতে আর কোন আইনগত বাধা রইল না।

প্রসংগত: কচুয়া সরকারি শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়মের ঘটনায় প্রকৌশলীকে মারধরের বিষয়ে প্রকৌশলীর দায়ের করা মামলায় উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরকে ২৩ জুলাই ২০২০ খ্রি: স্থানীয় সরকার মন্ত্রনালয় সাময়িক বহিস্কার করে।

সুপ্রিম কোর্টেও আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহীম খলিল মজুমদার জানান, শাহাজাহান শিশিরের বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি থানায় আইসিটি আইনে দায়েরকৃত মামলায়ও তিনি বৃহস্পতিবার জামিন লাভ করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্বপদে বহাল,মো. শাহজাহান শিশির,উপজেলা চেয়ারম্যান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close