শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০২১

ঋণ নিয়ে পেপে চাষ, শত্রুতায় সাবার ফলন্ত বাগান

গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ ইউনিয়নে আদিবাসী কুচ সম্প্রদায়ের ফলন্ত পেঁপে বাগান কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাতের কোনো এক সময় উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মধ্যপাড়া গ্রামের শ্রী মাদব চন্দ্র বর্মনের ছেলে শ্রী বিপ্লব চন্দ্র বর্মনের ৭ কাটা জমিতে লাগানো পেঁপে বাগানের প্রায় একশত গাছ কেটে দেয় দুর্বৃত্তরা।এতে কৃষক শ্রী বিপ্লব চন্দ্র বর্মনের প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে।

কৃষক শ্রী বিপ্লব চন্দ্র বর্মন জানান, গত জানুয়ারি মাসে পিদিম নামক একটি এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে সাত কাঠা জমিতে টপ লেডি জাতের ৩৮০ টি চারা রোপণ করেছিলেন। ইতোমধ্য ২০ থেকে ২৫ হাজার টাকার পেঁপে বিক্রি করেছি। প্রতিদিনের মতো সকালে বাগানে কাজ করতে গিয়ে দেখি বাগানের প্রায় শতাধিক গাছ কাটা।কিন্তু কে বা কারা যেনো এসব গাছ কেটে দিয়েছে আমার জানা নেই। এখন কীভাবে ঋণের টাকা পরিশোধ করবো? জানি না।

কাওরাইদ ৩ নং ওয়ার্ড মেম্বার আব্দুস সামাদ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এমনিতেই তারা সংখ্যালগু তারওপর অনেক গরিব। সবজি বাগানের সাথে কাদের শত্রুতা। গরিব মানুষের হক নষ্ট করলো কারা, তাদের বিচার হওয়া দরকার।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএসও/এসএমএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীপুর,গাজীপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close