চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ০৬ মে, ২০২১

চকরিয়ায় চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে মহাসড়কে মানববন্ধন

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নে চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবিতে হাজারো নারী-পুরুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। এ সময় তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মহাসড়কে একঘণ্টার মতো দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করে। কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা স্টেশন ও সড়কের দুই পাশের প্রায় এক কিলোমিটার জুড়ে এই কর্মসূচি পালন করে ক্ষুদ্ধ নারী-পুরুষ। কর্মসূচিতে অংশ নেওয়া অনেকে প্ল্যাকার্ড হাতে চাঁদাবাজ উল্লেখ করে মোহাম্মদ উল্লাহ, আবদুল মজিদ, মনসুর মহসিনসহ বেশ কয়েকজনকে বয়কট করারও দাবি জানায়।

এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে ডুলাহাজারায়। এসব কাজ সুচারুরূপে বাস্তবায়ন করছেন ঠিকাদার এবং যুবলীগ নেতা হাসানুল ইসলাম আদর। কিন্তু স্থানীয় সরকারবিরোধী একটি চক্রের ইন্ধনে সম্প্রতি একদল সশস্ত্র চাঁদাবাজ ঠিকাদারের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও ঠিকাদার সেই চাঁদা না দেওয়ায় প্রতিযোগিতার ভিত্তিতে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচারে নামে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আজিজুল মান্নান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক আমান উল্লাহ ও কাইছার মো. বাবুল, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন বাপ্পী, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, রেজাউল করিম টিটু, মৎস্যজীবী লীগের সদস্যসচিব শাহ আলম, আওয়ামী লীগ নেতা কাশেম, ইসহাক, ইউনিয়ন পরিষদ সদস্য রফিক উদ্দিন প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চকরিয়া,মানববন্ধন,চাঁদাবাজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close