সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

  ১৬ এপ্রিল, ২০২১

কর্ণধর সম্প্রদায়ের সংগ্রামী গৃহবধূ জোৎস্না দাস

সিরাজগঞ্জের উল্লাপাড়ার চেংটিয়া গ্রামের কর্ণধর (কোনাই) সম্প্রদায়ের পরিশ্রমী গৃহবধূদের একজন জোৎস্না দাস। কখনো দোকান চালান আবার কখনো দেখা যায়, নিজেদের পেশার বেত দিয়ে গৃহস্থালি সামগ্রী তৈরীর কাজ করছেন। এভাবেই চলছে প্রায় এক যুগ।

উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া গ্রামের কর্ণধর সম্প্রদায়ের গৃহবধু জোৎস্না দাসের স্বামী গোবিন্দ দাস নিজেদের পেশায় আছেন। দিনের সকাল বেলাতেই বেতের তৈরী সামগ্রী বেচতে বিভিন্ন গ্রামের পথে বেরিয়ে যান। সাথে বেত নিয়ে যান। গ্রামের গৃহস্থ বাড়িতে বসে বেত দিয়ে গৃহস্থালী সামগ্রী তৈরী করে দেন। বাড়ি ফেরেন সাঝ বেলায়।

এদিকে গৃহবধূ জোৎস্না দাস সংসারের আয় বাড়াতে বাড়িতে কর্মহীন না থেকে বেতের সামগ্রী তৈরী করেন। এর পাশাপাশি বাড়িতেই পথের ধারে একটি মুদি দোকান দিয়েছেন। প্রায় এক যুগ হলো তিনি নিজেই দোকানটি চালাচ্ছেন। দোকানে খদ্দের না থাকলে পাশেই বসে বেত দিয়ে গৃহস্থালী সামগ্রী তৈরীর কাজ করেন। প্রতিবেদককে জোৎস্না দাস জানান, সংসারের বাড়তি আয় আর সচ্ছলতার জন্য তিনি এমন পরিশ্রম করছেন।

পিডিএসও/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,উল্লাপাড়া,কর্ণধর (কোনাই) সম্প্রদায়,জোৎস্না দাস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close