টঙ্গী প্রতিনিধি

  ০৮ এপ্রিল, ২০২১

টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন ও অতিরিক্ত কাজের মজুরির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর সাতাইশ এলাকার ট্রাউজার ল্যান্ড লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায় এই বিক্ষোভের ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, কারখানাটির প্রায় সাতশ শ্রমিকের তিন মাসের বকেয়া বেতন ও অতিরিক্ত কাজের মজুরি পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধের কথা ছিল। দুপুর পেরিয়ে গেলেও বেতন না দেয়ায় শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। পরে শিল্প পুলিশের অনুরোধে বিক্ষুব্ধ শ্রমিকরা ফের কারখানার ভেতরে ফিরে কর্মবিরতি পালন করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আমাদের তিন মাস যাবত বেতন পরিশোধ করছেন না কারখানা মালিক। বকেয়া বেতন পরিশোধ না করলে আমরা কাজে যোগ দেবো না।

কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকতা আসাদুজ্জামান বলেন, শ্রমিকদের এ আন্দোলন অযৌক্তিক। শ্রমিকদের ওভার টাইমের মজুরি খুব দ্রুতই পরিশোধ করা হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টঙ্গী,শ্রমিক বিক্ষোভ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close