বরিশাল প্রতিনিধি

  ০৫ এপ্রিল, ২০২১

বরিশালে ১ ঘণ্টায় করোনা শনাক্ত পদ্ধতি চালু

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এক কীট ব্যবহারের মাধ্যমে এক ঘণ্টার মধ্যে করোনাভাইরাস শনাক্তের পদ্ধতি চালু করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইয়্যেদ মো. আমরুল্লাহ্ জানান, ‘র‌্যাপিড এ্যান্টিজেন টেস্ট কীট’ নামের নতুন এ কীটটি সরকার কোরিয়া থেকে আমদানি করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করেছে।

রোববার দুপুর ১২টা থেকে এ ধরনের শনাক্তের কাজ উদ্বোধন করা হয়।

ওই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইয়্যেদ মো. আমরুল্লাহ্র দেহ থেকে ওই কীটের সাহায্যে নমুনা দেয়ার মাধ্যমে করোনা শনাক্তের নতুন এ পদ্ধতি চালু করার প্রক্রিয়ার শুভ উদ্বোধন করা হয়েছে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শনাক্ত,করোনাভাইরাস,কোভিড ১৯,করোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close