কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

  ০৩ এপ্রিল, ২০২১

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের মুক্তি নগর গ্রামের উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭০)’র দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১১টায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

কলমাকান্দা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জানাজায় প্রথমে বীর মুক্তিযোদ্ধার মরদেহকে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। এ সময় রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সোহেল রানা ও কলমাকান্দা থানা পুলিশের একটি চৌকস দল ও স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ।

এছাড়াও উপজেলার দলীয় কার্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্টেডিয়াম মাঠে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

গার্ড অব অনার শেষে জানাযা নামাজের পর বীর মুক্তিযোদ্ধাকে স্থানীয় পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

পিডিএসও/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেত্রকোনা,কলমাকান্দা,বীর মুক্তিযোদ্ধা,নুরুল ইসলাম,রাষ্ট্রীয় মর্যাদা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close