reporterঅনলাইন ডেস্ক
  ০১ এপ্রিল, ২০২১

লন্ডনফেরত আরও ৮৩ যাত্রী কোয়ারেন্টাইনে

ফের সিলেটে পৌঁছেছে লন্ডনের ফ্লাইট। এতে ৮৩ জন দেশে ফিরেছেন। তাদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তারা সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন।

বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দর থেকে ৮৩ যাত্রী নিয়ে সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।

সংশ্লিষ্টরা জানান, ৮টা ৫০ মিনিটে সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। এর পর বেলা ১১টা ৩৫ মিনিটে ইমিগ্রেশন কার্যক্রম শেষে সরকারি নির্দেশনা মোতাবেক ৮৩ প্রবাসীকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

৮৩ প্রবাসীদের মধ্যে হোটেল অনুরাগে ১১ জন, হোটেল নূরজাহানে ছয়, হোটেল হলিগেটে ১৭, হোটেল হলি সাইডে তিন, হোটেল স্টার প্যাসিফিকে একজন, হোটেল লা রোজে ১৭, হোটেল লা ভিস্তায় আট, হোটেল রেইনবো গেস্ট হাউসে ১০ জন ও রয়েল প্লামে ১০ জন থাকবেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১১টা ৩৫ মিনিটে ইমিগ্রেশন কার্যক্রম শেষে ৮৩ প্রবাসীকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

পিডিএসও/ জিজাক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোয়ারেন্টাইন,লন্ডনফেরত,যাত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close