টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ০২ মার্চ, ২০২১

ট্রেনের যাত্রা বিরতির দাবিতে টঙ্গীতে অবস্থান ধর্মঘট

গাজীপুরের টঙ্গী রেল স্টেশনে সকল আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি ও স্টেশনকে আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে রেলপথ অবরোধ করে অবস্থান ধর্মঘট করেছে টঙ্গী রেলওয়ে যাত্রী ফোরাম। এ সময় স্টেশনের দুটি লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টা শুরু হওয়া আধা ঘণ্টা রেল স্টেশনের প্লাটফর্মে ওপর এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান ধর্মঘটে টঙ্গী রেলওয়ে যাত্রী ফোরামের নেতাকর্মী ও স্থানীয়রা অংশ নেন। এ সময় আন্দোলনকারীরা ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আশা বেশ কয়েকটি আন্তনগর ট্রেন আটকে দেবার চেষ্টা করলে পুলিশি বাধায় পড়েন।

ধর্মঘট চলাকালীন সমাবেশে বক্তব্য দেন যাত্রী ফোরামের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, কামরুজ্জামান রতন, পান্না প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে এ দাবি মানা হলে বৃহত্তম আন্দোলন ঘোষণা করা হবে।

টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান, আন্তনগর ট্রেনের যাত্রা বিরতী ও টঙ্গী স্টেশনকে উন্নত করতে টঙ্গী রেলওয়ে যাত্রী ফোরামের কয়েকশ নেতাকর্মী সকালে অবস্থান ধর্মঘট করেন।

টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন বলেন, আন্দোলনকারীরা রেল লাইনের ওপর অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধর্মঘট,টঙ্গী,যাত্রা বিরতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close