রংপুর ব্যুরো

  ২৫ ফেব্রুয়ারি, ২০২১

রংপুরে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন সভা হয়েছে। বৃহস্পতিবার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ সভা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। স্থানীয় সরকার রংপুরের উপপরিচালক সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন—রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গোলাম রব্বানী, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মো. ফরহাদ, চন্দন পাট ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রহমান, ইউএনডিপি রংপুরের ডিএফ মতিউর রহমান।

স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক তনুকা ভৌমিকের সঞ্চালনায় রংপুর জেলার গ্রাম আদালত প্রকল্পের অর্জন ও সাফল্য উপস্থাপন করেন গ্রাম আদালত প্রকল্পের ডিএফ এটিএম রফিকুল ইসলাম। সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন প্রচার কাজের মাধ্যমে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি, জনপ্রতিনিধি অংশ নেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,আসিব আহসান,গ্রাম আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close