reporterঅনলাইন ডেস্ক
  ২৪ ফেব্রুয়ারি, ২০২১

যে ৩ শর্তে মামুনুল হককে মাহফিল করার অনুমতি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তাফসির মাহফিলকে সামনে রেখে তিনটি শর্তে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও দেশের আলোচিত ইসলামি বক্তা মাওলানা মামুনুল হককে মাহফিল করার অনুমতি দিয়েছে প্রশাসন।

শর্তগুলোর মধ্যে রয়েছে সরকারবিরোধী কোনো বক্তব্য না দেওয়া, ভাস্কর্য নিয়ে কোনো ধরনের কথা না বলা এবং যেকোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকা।

মাওলানা মামুনুল হক উপজেলার পুরানবাজার তাফসির কমিটির ৭৬তম বার্ষিক তাফসিরুল কোরআন সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার প্রধান অতিথির বক্তব্য দেবেন। শায়েস্তাগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


আরও পড়ুন : উপজেলা প্রশাসন ভবনে ঢুকে গুলি করে ইউপি সদস্যকে হত্যা


পুরান বাজার তাফসির মাহফিল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ গণমাধ্যমকে বলেন, করোনার কারণে ৭ দিনের তাফসির ৩ দিন হবে। এই তাফসির মাহফিল আমাদের ঐতিহ্যের সঙ্গে জড়িত। প্রশাসনের অনুমতি নিয়েই মঙ্গলবার বিকেল থেকে তাফসির মাহফিলে বয়ান শুরু করেছেন দেশের খ্যাতনামা মাওলানারা। আর বুধবার বয়ান করবেন মাওলানা মামুনুল হক।

ওসি অজয় চন্দ্র দেব বলেন, মাওলানা মামুনুল হক তাফসির মাহফিলে সরকারবিরোধী কোনও বক্তব্য, ভাস্কর্য নিয়ে কোনো কথা ও কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দেবেন না শর্তে প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মামুনুল হক,হেফাজতে ইসলাম,মাহফিল,অনুমতি,হবিগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close