reporterঅনলাইন ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি, ২০২১

ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে করা মামলায় রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা মামুনুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকালে জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক নুরুল ইসলাম এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গত ২৬ জুন ভুক্তভোগী নারী বরকল থানায় ধর্ষণ মামলা করেন। আদালতের সমন জারি হলে উচ্চ আদালত থেকে জামিন নেন বরকলের ভুষণছড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মামুনুর রশিদ। কিন্তু উচ্চ আদালত নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বললেও অভিযুক্ত চেয়ারনম্যান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

মঙ্গলবার বিকালে জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক নুরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, মঙ্গলবার বিকালে জেলা দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক নুরুল ইসলামের আদালতে আত্মসর্মপণ করে জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠান।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধর্ষণ মামলা,ইউপি চেয়ারম্যান,কারাগারে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close