রংপুর ব্যুরো

  ১৯ অক্টোবর, ২০২০

কোভিড-১৯

রংপুরে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও পর্যালোচনা সমন্বয় সভা

রংপুরে কোভিড ১৯-সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ এবং জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে পর্যালোচনা ও সমন্বয় সভায় সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল আহসান।

সভায় সচিব বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজগুলো রংপুরসহ সকল জেলায় একই সাথে সমন্বয় করা হচ্ছে। এতে করে সাধারণ মানুষের সুবিধা হবে।

তিনি আরও বলেন, করোনাকালীন সরকার সকল প্রকার মানবিক সহায়তা করেছেন। এ দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। মেডিকেলে সেবা নিতে এসে কোনো রোগী যেন হয়রানির শিকার না হয়, সচিব এ নির্দেশনা দেন মেডিকেল অফিসারদের।

এ সময় উপস্থিত ছিলেন—রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, উপপরিচালক স্থানীয় সরকার সৈয়দ ফরহাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদসহ রংপুর বিভাগের সকল কর্মকর্তা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোভিড-১৯,রংপুর,স্বাস্থ্য ব্যবস্থাপনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close