বেড়া (পাবনা) প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর, ২০২০

ট্রেনে কাটা পড়ে চিকিৎসকের মৃত্যু

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ঢালারচর এক্সপ্রেস নামের ট্রেনে কাটা পড়ে পশু চিকিৎসক আবদুল লতিফ মোল্লা (৩১)-এর মৃত্যু হয়েছে। তিনি মাশুমদিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের মিছলী মোল্লার ছেলে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আমিনপুর থানাধীন পুরান মাশুমদিয়া রেল ক্রসিং মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, আবদুল লতিফ মোল্লা প্রতিদিন মোটরসাইকেলে তার তৃতীয় শ্রেণি পড়ুয়া মেয়েকে স্থানীয় একটি মক্তবে পৌঁছে দেন। প্রতিদিনের মতো আজ মেয়েকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় ঢালারচর থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেন পুরান মাশুমদিয়া মোড় অতিক্রম করার সময় লতিফ মোটরসাইকেলে নিয়ে রেললাইন পাড় হতে গেলে ঘটনাস্থলেই মারা যান।

আমিনপুর থানার (ওসি) তদন্ত খাইরুল ইসলাম ট্রেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেড়া,ট্রেন দুর্ঘটনা,চিকিৎসক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close