চট্টগ্রাম ব্যুরো

  ০৩ জুলাই, ২০২০

বাস-সিএনজিতে স্বাস্থ্যবিধি অমান্য, ২০জনকে জরিমানা

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় আরোপিত স্বাস্থ্যবিধি অমান্য করায় বাস, সিএনজি ও ব্যক্তিগত গাড়ীর ২০ জন ড্রাইভার, হেলপার ও যাত্রীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড়ে এ জরিমানা করা হয়েছে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট ওমর ফারুক।

তিনি বলেন, গণপরিবহনে ২ জনের সিটে ১ জন বসানোর কথা থাকলেও গণপরিবহনগুলো স্বাস্থ্যবিধি মানছে না। মাস্ক পড়া বাধ্যতামুলক হলেও তা পড়ছেন না ড্রাইভার, হেলপার ও যাত্রীরা। এসব বিষয়সহ আরো কিছু বিষয় নজরে আসলে তাৎক্ষণিক ২০ জন ড্রাইভার, হেলপার ও যাত্রীকে জরিমানা করা হয় এবং তাদেরকে সতর্ক করা হয়। এমন অভিযান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলেও জানান তিনি।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাস-সিএনজি,স্বাস্থ্যবিধি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close