​টাঙ্গাইল প্রতিনিধি

  ০৬ জুন, ২০২০

টাঙ্গাইলে করোনা আক্রান্ত ২৩৫

টাঙ্গাইলে মির্জাপুর উপজেলা চেয়াম্যান ও মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু ও এক নারী চিকিৎসকসহ নতুন করে ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৪ জন, মির্জাপুরে ৮ জন, ঘাটাইল উপজেলায় একজন ও কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসকসহ ৩ জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৫ জন। শনিবার দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় আক্রান্তদের মধ্যে ৬৩ জন সুস্থ হয়েছেন। ৫ জন মারা গেছেন। বর্তমানে ৪৬৪টি রিপোর্ট পেন্ডিং রয়েছে।

তিনি আরও জনান, জেলায় মোট ১১৮৩৭ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়। এদের মধ্যে ৯৮২৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ২০১৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসাপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দিন জানান, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে মোট ১৬ জন ভর্তি হয়। তাদের মধ্যে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দুইজন চিকিৎসাধীন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা আক্রান্ত,টাঙ্গাইল,মির্জাপুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close