বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

  ১৬ এপ্রিল, ২০২০

বাগমারায় কৃষকরা পেল বিনামূলে বীজ ও সার

রাজশাহীর বাগমারায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ভবানীগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে উফশী, আউশ ও পেঁয়াজ উৎপাদনের লক্ষে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ড. রাজিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি মতিউর রহমান টুকু, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম সওরয়ার আবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, শ্রীপুর ইউনিয়নের আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, পৌর কাউন্সিলর হাছেন আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাকলাইন হোসেন, সাইফ আব্দুল্যাহ মোস্তাফিন, এস.এ.পিপি ও প্রফল্ল্য কুমার প্রমুখ।

এ সময় উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ৩ হাজার ৫শ কৃষককে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় বলে রাজিবুর রহমান জানিয়েছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাগমারা,বীজ ও সার,কৃষি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close