ধামরাই (ঢাকা) প্রতিনিধি

  ১৬ এপ্রিল, ২০২০

ধামরাইয়ে প্রথম ২ করোনা রোগী শনাক্ত

ঢাকার ধামরাইয়ে করোনা আক্রান্ত এই প্রথম দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা শনাক্ত রোগীর বাড়ি ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গ্রামের শামীম হোসেন। তিনি ঢাকা জেলা প্রশাসকের সাধারণ শাখার অফিস সহকারী এবং ধামরাই সরকারি হাসপাতালের স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন।

গত কয়েকদিন আগে শামীম নিজ গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ধামরাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরাসহ একটি টিম গিয়ে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে এবং ধামরাই উপজেলা হাসপাতালের স্টাফ টিকেট কাউন্টারে কর্মরত আয়শা আক্তার (ময়না)-এর নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের রিপোর্ট পজেটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছে নূর রিফফাত আরা জানান, ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ আক্রান্ত ইউনিয়নের হাজীপুর গ্রামটি লকডাউন করার জন্য সব ধরণের প্রস্তুতি নিয়ে ওই গ্রামে গেছে। তাছাড়া করোনা আক্রান্ত ওই রোগীকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আনার জন্য চিকিৎসকদের টিম পাঠানো হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধামরাই,করোনা,নমুনা পরীক্ষা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close