কিশোরগঞ্জ প্রতিনিধি

  ১০ এপ্রিল, ২০২০

করোনা : কিশোরগঞ্জে ৬ জন নতুন শনাক্ত

কিশোরগঞ্জে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত নতুন শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ৩১ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ)-এ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ জন, শুক্রবার নতুন করে আরও ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ২ জন, ইটনা উপজেলার ২ জন, ভৈরব উপজেলার ১ জন ও পাকুন্দিয়া উপজেলার ১ জন।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ জেলায় এর আগে করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়ার একজন মৃত ব্যক্তি করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার পর্যন্ত কিশোরগঞ্জ জেলা থেকে মোট ৮০ জনের কোভিড-১৯ নমুনা পাঠানো হয়। এছাড়া শুক্রবার নতুন করে ৩৪ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর আইপিএইচে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, করোনায় শনাক্ত হওয়া ব্যক্তিরা তাদের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন। ৬ জনের বাইরেও আরও ১ জনের করোনা পজিটিভ এসেছে পাকুন্দিয়ায়। সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে চিকিৎসাধীন আছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনাভাইরাস,কিশোরগঞ্জ,আইপিএইচ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close