​কিশোরগঞ্জ ও কটিয়াদী প্রতিনিধি

  ০৫ এপ্রিল, ২০২০

নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

কটিয়াদীতে ৩৫ জনকে জরিমানা

কিশোরগঞ্জের কটিয়াদীতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জোরালো কার্যক্রম অব্যাহত রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিযান পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।

জানা যায়, শনিবার কটিয়াদী উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সামাজিক দূরত্ব অমান্য করায় ১৯ জন ও সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ১৬ জনসহ ৩৫ জনকে জরিমানা করা হয়। কটিয়াদী বাসস্ট্যান্ড ও মসূয়া ইউনিয়নের বেতাল বাজারে দূরত্ব বজায় না রাখা, মাস্ক পরিধান না করায় ১৯ জনকে ও হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে গাড়ি চালানো, নিরাপত্তা ব্যবস্থা না থাকা, ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আরও ১৬ জনসহ ৩৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

এই অভিযান পরিচালনাকালে আশরাফুল আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভা স্যানেটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল।

আশরাফুল আলম প্রতিদিনের সংবাদকে বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অভিযান,নির্বাহী ম্যাজিস্ট্রেট,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close