রংপুর ব্যুরো

  ০৪ ডিসেম্বর, ২০১৮

ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা বাণিজ্য!

রংপুর নগরীর খোর্দ্দতামপাট সরদার পাড়া এলাকা থেকে সাব-রেজিস্ট্রার ও সোনালী ব্যাংকের ভুয়া নিয়োগপত্রসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- তাজহাট থানার সরদার পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুল কাইয়ুম মিয়া (৪২), আব্দুল কাইয়ুম মিয়ার স্ত্রী মোছাদ্দেকা বেগম (চামেলী) (৩৭)। মঙ্গলবার সন্ধায় এক প্রেস ব্রিফিং করে সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির এ তথ্য জানান।

তিনি বলেন, সিপিএসসি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৩ টার দিকে রংপুর নগরীর খোর্দ্দতামপাট সরদার পাড়া এলাকায় কাইয়ুম প্রফেসর এর বাড়িতে অভিযান চালিয়ে ভুয়া সাব-রেজিস্ট্রার নিয়োগপত্র এবং সোনালী ব্যাংকের নিয়োগপত্রসহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে চাকুরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে অনেক শিক্ষিত বেকারের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,ভুয়া নিয়োগপত্র,প্রতারক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close