বাগেরহাট প্রতিনিধি

  ০১ জানুয়ারি, ২০১৮

বাগেরহাটে শিক্ষার্থীরা পেল ৩২ লাখ নতুন বই

বাগেরহাটে নতুন বছরের প্রথম দিনেই সরকারি প্রাথমিক, মাধ্যমিক, দাখিল ও ভোকেশনালের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে প্রায় ৩২ লাখ বই। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সোমবার জেলার সকল উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। সোমবার সকালে বাগেরহাট শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসবের উদ্বোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন। এছাড়া বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন। এদিন বাগেরহাটের বিভিন্ন বিদ্যালয় নতুন বই নিতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা দেছে।

জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস জানায়, বাগেরহাট জেলায় এবছর সরকারি প্রাথমিক, মাধ্যমিক, দাখিল ও ভোকেশনালের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩২ লাখ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. শাহীন হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক মো. মোজাফফ হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন হাওলাদার ও দীপক কুমার বিশ্বাস প্রমূখ। এদিকে বাগেরহাট পিটি আইটি সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমদ্দার।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নতুন বই
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist