reporterঅনলাইন ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি, ২০২৩

আজকের এই দিনে

ছবি : সংগৃহীত

২ ফেব্রুয়ারি। এই দিনে অনেক ঘটনা, আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে। এসব ঘটনায় সমৃদ্ধ হয়েছে মানবসভ্যতা, ইতিহাস। সেই ইতিহাস জানাতেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ বিশ্ব জলাভূমি দিবস ও জাতীয় নিরাপদ খাদ্য দিবস। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৮৬২ : শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হন।

১৮৮৮ : খান বাহাদুর হাশেম আলি খান, বাঙালি রাজনীতিবিদ।

১৯৮৯ : সত্যজিৎ রায়কে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান ‘লিজিয়ন ডি অনার’ প্রদান।

২০১২ : পাপুয়া নিউগিনির সমুদ্রতীরে ফেরি ডুবে দেড়শতাধিক প্রাণহানি।

জন্ম :

১৮৮২ : জেমস জয়েস, আইরিশ ঔপন্যাসিক, ছোট গল্প লেখক ও কবি।

১৮৮৯ : রাজকুমারী বিবিজী অমৃত কাউর, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক।

১৯১৫ : খুশবন্ত সিং, ভারতীয় সাংবাদিক ও লেখক।

১৯১৮ : কিরণশঙ্কর সেনগুপ্ত, বিশিষ্ট বাঙালি কবি।

১৯৩৬ : সুমিতা দেবী, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৩৯ : হাসান আজিজুল হক, বাংলাদেশী গল্পকার ও কথাসাহিত্যিক।

১৯৫৩ : হামিদুর রহমান, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত।

মৃত্যু :

১৯৩৬ : বিপিনবিহারী গুপ্ত, বাঙালি সাহিত্যিক ও সমালোচক।

১৯৭০ : বারট্রান্ড রাসেল, ইংরেজ গণিতজ্ঞ, শিক্ষাবিদ, লেখক এবং নোবেল বিজয়ী সাহিত্যিক।

১৯৮৮ : চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসান।

২০০৬ : মিজানুর রহমান চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আজকের এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close