reporterঅনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর, ২০২২

ইতিহাসের এই দিনে 

ফাইল ছবি

বুধবার, ১৯ অক্টোবর। সময় গড়ায় তার নিজস্ব নিয়মে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন দিগন্ত। এসব বিষয় মাথায় রেখেই প্রতিদিনের সংবাদের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। তথ্য উইকিপিডিয়ার।

ইতিহাস :

১৩৮৬ : জার্মানির সবচেয়ে প্রাচীন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৮৮৮ : রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন।

১৯২৩ : কামাল পাশার নেতৃত্বে আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৯৪২ : চলচ্চিত্রবিষয়ক প্রথম মাসিক পত্রিকা ‘চিত্রপঞ্জি’ প্রকাশিত হয়।

১৯৬২ : ভারত-চীন সীমান্ত সংঘর্ষ শুরু হয়।

১৯৬৫ : চীন-নেপালে আনুষ্ঠানিক প্রত্যক্ষ ডাক-ব্যবস্থা চালু হয়।

১৯৭২ : বাংলাদেশ ইউনেসকোর সদস্য পদ লাভ করে।

১৯৯১ : বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারের অবসান হয়।

জন্ম :

১৯০৩ : কথাসাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত।

১৯২৪ : রবীন্দ্রসংগীতশিল্পী সুচিত্রা মিত্র।

মৃত্যু :

১৯৭৪ : কবি ফররুখ আহমদ।

১৯৮৭ : লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক মুহম্মদ মনসুর উদ্দীন।

১৯৯৫ : শিল্পপতি জহুরুল ইসলাম।

২০১৪ : বাংলাদেশের ইতিহাসবিদ ও জাতীয় অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এই দিনে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close