অনলাইন ডেস্ক
০২ ডিসেম্বর, ২০২০
সোনার দাম আবারও কমেছে

সোনার দাম সপ্তাহের ব্যবধানে আরেক দফা কমেছে। এবার ভরিতে কমানো হয়েছে এক হাজার ১৬৬ টাকা। গত ২৫ নভেম্বর কমানো হয়েছিল আড়াই হাজার টাকা।
যুক্তরাষ্ট্রের ভোটের পর আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশেও কমানো হয়েছে বলে গহনা ব্যবসায়ীরা জানিয়েছেন।
দুই দফায় সাড়ে ৩ হাজার টাকা কমার পরও দেশে সবচেয়ে ভালো মানের সোনার ভরি এখনও ৭২ হাজার টাকার উপরে রয়েছে, যা বছরের শুরুতে ছিল ৫৮ হাজার টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার রাতে এক ঘোষণায় সব ধরনের সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানোর ঘোষণা দেয়।
বুধবার থেকে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৭২ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেটের সোনা বিক্রি হবে ৬৯ হাজার ৫১৭ টাকায়। ১৮ ক্যারেটের বিক্রি হবে ৬০ হাজার ৭৬৯ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ৫০ হাজার ৪৪৭ টাকায়।
পিডিএসও/হেলাল