reporterঅনলাইন ডেস্ক
  ০৭ মার্চ, ২০২৪

পদ্মা ব্যাংকের আরো এক ঋণখেলাপি গ্রেপ্তার

ঋণখেলাপির মামলায় সাজাপ্রাপ্ত পদ্মা ব্যাংকের হালুয়াঘাট শাখার খেলাপি মো. রফিকুল ইসলাম ওরফে রফিককে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার, হালুয়াঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে তৃতীয় সাজাপ্রাপ্ত ঋণখেলাপিকে পদ্মা ব্যাংক পিএলসির রিকভারি টাস্কফোর্স টিমের সহযোগিতায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। পদ্মা ব্যাংক পিএলসির করা মামলায় ২০২৩ সালে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। হালুয়াঘাট শাখার ঋণখেলাপি ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম ওরফে রফিকের কাছে সুদে-মূলে পদ্মা ব্যাংক পিএলসির পাওনা ৭৩ লাখ টাকা। এর আগে বসুন্ধরা শাখার খেলাপি ঋণ গ্রহীতা মো. জাহিদুল আহসান এবং বকশীগঞ্জ শাখার ঋণগ্রহীতা মো. আশরাফুল আলম ওরফে সেলিমকে পদ্মা ব্যাংক পিএলসির রিকভারি টাস্কফোর্স টিমের সহযোগিতায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close