বরিশাল প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি, ২০২৪

অভ্যন্তরীণ আয় বাড়াতে হবে : এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ‘আমরা যদি দেশকে উন্নত করতে চাই, তবে ভ্যাট ও ট্যাক্সের ওপর আস্থা রাখতে হবে। দেশকে উন্নত করতে হলে অভ্যন্তরীণ আয় বাড়াতে হবে।’ গত শনিবার বরিশালের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের ব্যবসায়ী নেতাদের সঙ্গে ২০২৪-২৫ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ‘করদাতাদের সংখ্যা বাড়াতে হবে। ভ্যাটও বাড়াতে হবে। চার বছর আগের চেয়ে ট্যাক্সধারী ও ভ্যাটের আওতা বেড়েছে। রিটার্নধারীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। সামনের দিনগুলোয় আরো বাড়াতে হবে। ভ্যাটের জন্য অনলাইনকে বেছে নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। এ ক্ষেত্রে ভ্যাট বিভাগ থেকে ব্যবসায়ীদের প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’ জাতীয় রাজস্ব বোর্ড ও বরিশাল চেম্বার অব কমার্সের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক। এ সময় ব্যবসায়ীদের পক্ষে এনবিআর চেয়ারম্যানের কাছে আট দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে প্রতি মাসে ভ্যাট রিটার্ন না দিয়ে তিন মাস অন্তর দেওয়া, ক্ষুদ্র ব্যবসা ও সেবামূলক প্রতিষ্ঠানকে করমুক্ত রাখা, ব্যক্তি শ্রেণি করদাতার ওপর বার্ষিক টার্নওভার ট্যাক্স বিলুপ্ত করার দাবি অন্যতম।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস নীতি ও আইসিটি গ্রেড ১ সদস্য মো. মাসুদ সাদিক, জাতীয় রাজস্ব বোর্ডের করনীতি সদস্য একেএম বদিউল আলম, বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close