reporterঅনলাইন ডেস্ক
  ১২ ফেব্রুয়ারি, ২০২৪

ঢাকায় দক্ষিণ এশীয় এয়ারলাইনসগুলোর বৈঠক

বৈশ্বিক মেগা এয়ারলাইনসগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার স্বার্থে দক্ষিণ এশীয় দেশগুলোর নিজস্ব সম্ভাবনা কাজে লাগানো এবং ‘এ’ অঞ্চলে এয়ারলাইনসগুলোর অবস্থা সুদৃঢ় করতে সরকারি-বেসরকারি এয়ারলাইনসগুলোর মধ্যে একটি আঞ্চলিক এলায়েন্স গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে রবিবার ঢাকার প্যান প্যাসিফিক হোটেলে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা বিমান-ঢাকা ট্রাভেল মার্ট ২০২৪-এর সমাপনী দিনে ‘দক্ষিণ এশীয় এয়ারলাইনসগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকটির আয়োজন করে ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিশিষ্ট অ্যাভিয়েশন বিশেষজ্ঞ উইং কমান্ডার এ টি এম নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আজিম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close