reporterঅনলাইন ডেস্ক
  ০৭ জুন, ২০২৩

পদ্মা ব্যাংকের নবাবগঞ্জ উপশাখা উদ্বোধন

নবাবগঞ্জবাসীর আর্থিক লেনদেন সহজ ও দ্রুত করতেই আধুনিক, প্রযুক্তি নির্ভর উপশাখার কার্যক্রম শুরু করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। জয়পাড়া শাখার অধীনে পরিচালিত হবে এই উপশাখার কার্যক্রম। নবাবগঞ্জ উপশাখা স্থানীয় সুপরিচিত সাদেক আলী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত। এ নিয়ে পদ্মা ব্যাংকের নবম উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এই উপশাখায় সব ধরনের ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, চেক বই ও পে অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক ও পে-অর্ডার জমা, আমানত ও ঋণ সুবিধা, রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা, ইউটিলিটি বিল জমাসহ সব ধরনের ব্যাংকিংসেবা পাওয়া যাবে।

প্রধান অতিথি হিসেবে থেকে সোমবার (৫ জুন) উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। তিনি বলেন, ‘বদলে যাও বদলে দাও, বদলে যাবে পদ্মা ব্যাংক’ স্লোগানে এগিয়ে চলেছে পদ্মা ব্যাংক। অভিজ্ঞ ও দক্ষ এক পরিচালনা পর্ষদের নেতৃত্বে, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করে চলেছে কর্মঠ ও একনিষ্ঠ কর্মীরা। গ্রাহকদের আধুনিক ও মানসম্পন্ন সেবা দিতেই উপশাখা সংখ্যা বৃদ্ধি করে চলেছি আমরা।’ তিনি আরো বলেন, ‘নবাবগঞ্জ উপশাখার মাধ্যমে এই এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে যথাযথ আর্থিক ও প্রতিষ্ঠানিক সেবা দেওয়াই আমাদের লক্ষ্য’। অনুষ্ঠানে ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন্স হেড সায়ন্তনী ত্বিষাসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close