reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মে, ২০২৩

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২২তম বার্ষিক সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফরমে (অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে) ২৪ মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হয়। এছাড়া সভায় ২০২২ সালের সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ (১২ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক) লভ্যাংশ প্রদানের বিষয়টি অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব জ মো. আবুল বাশার।

সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও আবদুল করিম (নাজিম), পরিচালক ড. আনোয়ার হোসেন খান, এমপি; মো. সানাউল্লাহ সাহিদ, মো. আবদুল বারেক, আবদুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, এ কে আজাদ, ফকির আখতারুজ্জামান, তাহেরা ফারুক, জেবুন নাহার, ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, কে এ এম মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ, এস এম মঈনুদ্দীন চৌধুরী, মিঞা কামরুল হাসান চৌধুরী ও এম আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ শেয়ার হোল্ডাররা অনলাইনে এজিএম এ অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close