নিজস্ব প্রতিবেদক

  ৩০ মার্চ, ২০২৩

এনবিআরের সঙ্গে বৈঠকে এফবিসিসিআই

শিল্প খাতে আমদানি পর্যায়ে আগাম কর প্রত্যাহার দাবি

শিল্প পরিচালনা ব্যয় কমানোর জন্য আমদানি পর্যায়ে শিল্প খাতে আগাম আয়কর ও আগাম কর প্রত্যাহারের দাবি জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ২০২৩-২৪ অর্থবছরের মূল্য সংযোজন কর (মূসক) বিষয়ক প্রাক বাজেট সভায় সংগঠনটি এ দাবি জানায়।

সভায় এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর নেতৃত্বে সংগঠনটির চারজন প্রতিনিধি ও এনবিআরের মূসক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় এফবিসিসিআই বেশকিছু দাবি তুলে ধরে। এর মধ্যে রয়েছে নির্ধারিত সীমার অতিরিক্ত টার্নওভারকারী একক বা অধীনস্থ এন্টারপ্রাইজগুলো স্বয়ংক্রিয়ভাবে বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ) তালিকাভুক্ত করা, সব বৃহৎ কর অঞ্চলে এলটিইউ স্থাপন করা, আউটপুট ভ্যাট থেকে ইনপুট ভ্যাট সমন্বয় করার সুবিধাসহ পণ্য ও পরিষেবা লেনদেনের মূল্যের পর মূসক ১৫ শতাংশ নির্ধারণ করা, ইনপুট ভ্যাট সমন্বয় করা না হলে সব প্রক্রিয়াজাত পণ্যে এবং সেবার লেনদেন মূল্যের ওপর এ আদেশ দ্বারা নির্ধারিত হারে মূল্য সংযোজনের ওপর ১৫ শতাংশ মূসক বহাল করা, রিয়েল এস্টেট, লোহা ও ইস্পাত খাত ইত্যাদিসহ তালিকাভুক্ত খাতের জন্য নির্দিষ্ট ট্যারিফভিত্তিক মূসক বহাল করা, ইনপুট ভ্যাট সমন্বয় না করা হলে পাইকারি ও খুচরা বিক্রয় পর্যায়ে লেনদেনের মূল্যের ওপর মূসক শূন্য দশমিক ৫ শতাংশ হারে বহাল করা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close