নিজস্ব প্রতিবেদক
কর মওকুফ সুবিধার দাবি ব্যবসায়ীদের

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় জড়িত সব প্রতিষ্ঠানের জন্য ১০ বছরের কর মওকুফ সুবিধার দাবি জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক বাজেট আলোচনায় এ দাবি জানান সংগঠনটির সভাপতি শামিম আহমেদ।
এদিন সকালে বাজেট আলোচনায় আরো উপস্থিত ছিল বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, ফার্নিচার শিল্প মালিক সমিতি, বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস। বিকালে বাজেট আলোচনায় উপস্থিত ছিল ই-ক্যাব, বাংলাদেশ অ্যাসিড ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেইন্ট ম্যানুফাকচার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি, বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
"