reporterঅনলাইন ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি, ২০২৩

হামদর্দের চিকিৎসক প্রশিক্ষণ কর্মশালা

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিকিৎসক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাংলামোটরে হামদর্দের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। এ সময় ড. হাকিম মো.ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ‘সমগ্র বাংলাদেশের মানুষের কাছে হামদর্দের শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে ছড়িয়ে দিতে নিরন্তরভাবে প্রচেষ্টা চালাতে হবে। হামদর্দের চিকিৎসকরা আরো সক্রিয় ও উদ্যমী হলে চিকিৎসাবঞ্চিত অনেক মানুষ মানসম্মত চিকিৎসাসেবা পাবে।’ এই মহৎ কাজ বাস্তবায়নে সবাইকে একযোগে ঝাঁপিয়ে পড়ারও আহ্বান জানান তিনি। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close